Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
তদন্ত প্রতিবেদন
Attachments

মহেশখালী উপজেলাধীন কালারমারছড়া মাইনুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি ব্যক্ত করে জনাব ওসমান গনি, জাফর উল্লাহ এবং মোঃ শফিউল আলম তাঁদের আনীত অভিযোগের বিষয়ে তদন্ত ০৯/০৪/২০১৮ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারী অফিস কক্ষে তদন্তে অভিযুক্ত ও অভিযোগকারীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। অভিযুক্ত অধ্যক্ষ ছলিম উল্লাহ ও অভিযোগকারী মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন। তদন্তে নিম্নের তথ্য সমূহ পাওয়া যায়।

১) অভিযোগকারী জনাব ওসমান গনি লিখিত বক্তব্যে জানান সহকারী সুপার পদে আবেদনপত্র জমা করলে অধ্যক্ষ আবেদনপত্র গ্রহণ কপিতে স্বাক্ষর প্রদান করে নাই। পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারা যায় উক্ত পদের নিয়োগ পরীক্ষা ১৩/০১/১৮খ্রিঃ তারিখে হবে। তারপর থেকে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তাঁর  মোবাইল রিসিভ করেন নি এবং ইন্টারভিউ কার্ড ইস্যু না করে নিয়োগ পরীক্ষা হতে বিরত রাখেন। ঐদিন সাংবাদিক সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়। (কপি সংযুক্ত)

২) অভিযুক্ত অধ্যক্ষ ছলিম উল্লাহ, কালারমারছড়া মাইনুল ইসলাম আলিম মাদ্রাসা জানান, অভিযোগকারী ওসমান গনি তাঁর আবেদনটি যাচাই বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গভর্নিং বডি আবেদনটি বাতিল করেন। ফলে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়নি বলে জানান। (বাতিলকৃত আবেদন কপি ও গভর্নিং বডির রেজুঃ কপি সংযুক্ত)

মন্তব্য/সুপারিশঃ
অভিযোগকারী ওসমান গনি তাঁর আবেদন পত্রে ইনডেক্স নম্বর ও অভিজ্ঞতা উল্লেখ করেন নি। আবেদনপত্রের সংযুক্তিতে সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্রের কথা লেখা থাকলেও আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের কপি ছাড়া আর কোন কাগজপত্র ছিলনা বলে অধ্যক্ষ উপস্থাপন করেন।