জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১২ মেধাবীকে এক লাখ টাকা করে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের তিনটি ভাগে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা একটি ভাগে, নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আরেকটি ভাগে প্রতিযোগিতায় অংশ নেবে। মোট চারটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। এর মধ্যে ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ তিন ভাগের জন্যই থাকবে। অপর বিষয়টি হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য দৈনন্দিন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বিজ্ঞান। এসব বিষয়ে রচনা লেখা, বক্তৃতা উপস্থাপন, বিজ্ঞানবিষয়ক প্রকল্প উপস্থাপনসহ কয়েকভাবে মেধা যাচাই করা হবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস